Bangladesh 🇧🇩 :verified_bv: on Nostr: Arindam Basu হেরেছি সেটা বড় বিষয় নয়, কেন ...
Arindam Basu (npub1dn4…cue6) হেরেছি সেটা বড় বিষয় নয়, কেন হেরেছি সেটাই বড় বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন রাজনীতির আখড়া হয়ে গেছে। যাহোক ক্রিকেট নিয়ে আমি মাতামাতি করি না এটা একটা খেলা মাত্র যেটা উপভোগ্য। আগে একসময় বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা হলেও আমি ইন্ডিয়া কে সাপোর্ট করতাম। কারন ঐ দলে আমার প্রিয় প্লেয়ার গুলো খেলত। তারা নিঃসন্দেহে ভাল খেলা করতো। শচিন, শ্বেবাগ, রহিত, গাঙ্গুলি, ধোনি, যুবরাজ, জোহির খান প্রমুখ। আর এখন আমি ক্রিকেটে কোনো দেশ কেই সার্পোট করি না এমনকি খেলা দেখিও না। খেলা হলো উপভোগ্য বিষয় সেটা কে আমরা এখন রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছি। আর এ দেশের ক্রিকেট কে তো সেই কত আগেই রাজনীতি ঢুকিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগে খেলা হলে দু'পক্ষ থাকতো।
আর এখন একপক্ষ থাকে আসলে একনায়তন্ত্রে কোনো আনন্দ নেই। এ দেশে এখন যে কোনো কিছুতে বিরোধিতা করলে হয় ঘাড়ের কল্লা না হয় পিছের নিতম্ব হারাতে হয়। সমালোচনায় শুদ্ধতা বাড়ে এই নীতিতে এখন আর কেউ বিশ্বাসী না।
Published at
2023-10-11 03:41:09Event JSON
{
"id": "756f6a41d1b964e20a424175c831bece26e1ac4c1f257c82550e7b2236ccd906",
"pubkey": "80931d3e0df323e390c5b825f4a03b16b469d348bfb18d1e9742721bbd5f0c2f",
"created_at": 1696995669,
"kind": 1,
"tags": [
[
"p",
"6ceb50a532e35e27d8c9f73043fc4dbf55562eb02abf341939035291b5424e11",
"wss://relay.mostr.pub"
],
[
"e",
"d7c249a159abaa3e4b5de215e46760c0d8e812f1626c6fd78a882f808ea50fa4",
"wss://relay.mostr.pub",
"reply"
],
[
"proxy",
"https://buddyverse.xyz/users/Bangladesh/statuses/111214308205371024",
"activitypub"
]
],
"content": "nostr:npub1dn44pffjud0z0kxf7ucy8lzdha24vt4s92lngxfeqdffrd2zfcgs67cue6 হেরেছি সেটা বড় বিষয় নয়, কেন হেরেছি সেটাই বড় বিষয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন রাজনীতির আখড়া হয়ে গেছে। যাহোক ক্রিকেট নিয়ে আমি মাতামাতি করি না এটা একটা খেলা মাত্র যেটা উপভোগ্য। আগে একসময় বাংলাদেশ বনাম ইন্ডিয়া খেলা হলেও আমি ইন্ডিয়া কে সাপোর্ট করতাম। কারন ঐ দলে আমার প্রিয় প্লেয়ার গুলো খেলত। তারা নিঃসন্দেহে ভাল খেলা করতো। শচিন, শ্বেবাগ, রহিত, গাঙ্গুলি, ধোনি, যুবরাজ, জোহির খান প্রমুখ। আর এখন আমি ক্রিকেটে কোনো দেশ কেই সার্পোট করি না এমনকি খেলা দেখিও না। খেলা হলো উপভোগ্য বিষয় সেটা কে আমরা এখন রাজনৈতিক পর্যায়ে নিয়ে গেছি। আর এ দেশের ক্রিকেট কে তো সেই কত আগেই রাজনীতি ঢুকিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। আগে খেলা হলে দু'পক্ষ থাকতো। \nআর এখন একপক্ষ থাকে আসলে একনায়তন্ত্রে কোনো আনন্দ নেই। এ দেশে এখন যে কোনো কিছুতে বিরোধিতা করলে হয় ঘাড়ের কল্লা না হয় পিছের নিতম্ব হারাতে হয়। সমালোচনায় শুদ্ধতা বাড়ে এই নীতিতে এখন আর কেউ বিশ্বাসী না।",
"sig": "5a382eeabec37342e4dd04745d7033ddc1c77ee99f7e664e8d86b93755b05a70c704bf1a0f32fd5969c70ba1412cd17bfd7aedf4ae12e6a421bf24d342127c87"
}